মামলায় জিতে টাকা ‘ইনকাম’

আগের সংবাদ

ভোক্তার সুফল কোন পথে : বাজেটে কর বাড়লে দাম বাড়ে, কর কমলে দাম কমে না, সরকারি সিদ্ধান্তের সুফল পান না ভোক্তারা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রশিক্ষণ কর্মশালা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গতকাল শনিবার সকালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন- তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, আ.লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, কৃষি অফিসার রাকিব আল রানা, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার বার্ষিক হামদ্, নাত, কিরাত, বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া দাখিল পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন। মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. শাহআলম, অভিভাবক প্রতিনিধি আবদুল জলিল রিপন প্রমুখ।

নবীনবরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এডভোকেট মো. আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজওয়ার আকরাম ইবনে সাকাপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ প্রমুখ।

ড্রেনের কাজ শুরু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা পৌরসভার রাজঘাট থেকে রেহানা মজিদ মহিলা কলেজ হয়ে বাগমারা গ্রাম পর্যন্ত ৫৫০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ হোমনার সহকারী প্রকৌশলী মো. আবুল হাশিম, হোমনা পৌরসভার কনসালট্যান্ট (রেসিডেন্সিয়াল ইঞ্জিনিয়ার) মো. রিয়াজ উদ্দিন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরসভার সার্বিক সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

মতবিনিময় সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে গতকাল শনিবার রাণীশংকৈল উপজেলায় এডভোকেসি প্ল্যাটফর্মের ইএসডিও কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এডভোকেসি প্ল্যাটফর্মের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্ল্যাটফর্মের সম্পাদক সেজুঁতি টুডু, সহ-সভাপতি সাংবাদিক মোবারক আলী, প্রেমদীপ প্রকল্পের টিভিইটি শাহীন, ইকোনমিক ম্যানেজার সামসুত তাবরীজ, উপজেলা ম্যানেজার খায়রুল আলম, সাংবাদিক বিজয় রায়, শান্তি পাহান, আরতি পাহান প্রমুখ। এ সময় গ্রাম উন্নয়ন কমিটির নেতারা উপজেলা পর্যায়ে এডভোকেসি প্ল্যাটফর্মের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়