মামলায় জিতে টাকা ‘ইনকাম’

আগের সংবাদ

ভোক্তার সুফল কোন পথে : বাজেটে কর বাড়লে দাম বাড়ে, কর কমলে দাম কমে না, সরকারি সিদ্ধান্তের সুফল পান না ভোক্তারা

পরের সংবাদ

ফিনিশারের অভাবে লড়াই করেও হারল বাংলাদেশ

প্রকাশিত: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে অন্যরকম বাংলাদেশকে দেখেছে ফুটবল সমর্থকরা। অসীম সাহসের সঙ্গে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের সঙ্গে এতটা লড়াই করতে পারবে ম্যাচের আগে তা অনেকেই কল্পনা করতে পারেনি। তবে একজন দক্ষ ফিনিশারের অভাবের খেসারত দিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। ট্যালেন্ট স্ট্রাইকারের অভাবে প্রাপ্ত সুযোগ নষ্ট না হলে অনায়াসে জয় নিয়ে মাঠ ছাড়ত জামাল ভূঁইয়ারা। সেই সঙ্গে তুর্কমেনিস্তানের ফুটবলারদের উচ্চতার কাছেই অনেকটা হেরে গেছে ক্যাবরেরার শিষ্যরা। মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে গতকাল তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরে বাছাইপর্ব থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ও সর্বশেষ ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তুর্কমেনিস্তানের কোচ বলেছিলেন বাংলাদেশের সঙ্গে লড়াইটা কঠিন হবে। বাহরাইনের বিপক্ষে তারা ভালো খেলেছে। প্রতিপক্ষের কোচের এই সন্দেহকেই অস্ত্র বানিয়ে পরিকল্পনা তৈরি করেছে হ্যাভিয়ের ক্যাবরেরা। গত দুই ম্যাচের থেকে গতকাল মনোমুগ্ধকর ফুটবল উপহার দিয়েছে জামাল ভূঁইয়ারা। গত দুই ম্যাচে বাংলাদেশের আক্রমণ দেখার অপেক্ষায় চোখে ঘুম চলে আসলেও গতকাল আক্রমণ করেছে ক্ষণে ক্ষণে। ডিফেন্সিভ পরিকল্পনার খোলস থেকে বেরিয়ে এসে প্রতিবার অসীম সাহসের সঙ্গে এগিয়ে গেছে সাজ্জাদ-ইব্রাহিমরা। তবে শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানের ফুটবলারদের উচ্চতার সঙ্গে পেরে উঠতে পারেনি বিধায় ম্যাচের কিছুটা ব্যর্থ হয়েছে জামালরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে পুরোপুরি ডিফেন্সিভ, এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধে ডিফেন্সিভ ও দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেললেও গতকাল মালয়েশিয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। পরিকল্পনার পরিবর্তন করলেও পিছিয়ে যায়নি ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল হজম করলেও পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরে নিজেদের শক্তির জানান দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তুর্কমেনিস্তানের হয়ে প্রথম গোলটি করেন আলতিমিরাত এর ৫ মিনিট পর তা পরিশোধ করেন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে প্রথম গোলের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিগত চার ম্যাচে বাংলাদেশ এই কোচের অধীনে কোনো গোল পায়নি। বাংলাদেশ এই ম্যাচের আগে ২০২১ সালের ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে সর্বশেষ গোলের দেখা পেয়েছিল। এরপর চার ম্যাচ খেলেছে যেখানে দুইটিতে হেরেছে ও দুইটিতে গোলশূন্য ড্র করেছে। পঞ্চম ম্যাচে গতকাল তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলের দেখা পেয়েছে। র?্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে শুরুর ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছে জামাল ভূঁইয়ারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নারের পর ডি-বক্সে বল পেয়ে যায় আনমার্কড থাকা জাফর বাবাজানোভ। কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে যায়। সাত মিনিটের মধ্যে চারটি কর্নার পাওয়া তুর্কমেনিস্তান এগিয়ে যায় চতুর্থটি কাজে লাগিয়ে। কর্নারে আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের কোনাকুনি প্লেসিং শট আটকানোর কোনো পথ জানা ছিল না জিকোর। গড়িয়ে গড়িয়ে দূরের পোস্টে বল জড়িয়ে যায়। দ্বাদশ মিনিটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশ্বনাথের লম্বা থ্রো ইনে রাকিব হাসানের ব্যাক হেড গোলরক্ষক লাফিয়ে উঠে আটকালেও পুরোপুরি বিপন্মুক্ত করতে পারেননি। সেই হেড থেকেই সমতা ফেরান মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের ফিরে আসার পর একের পর এক সুযোগ তৈরি করে বাংলাদেশ। মুহূর্তে মুহূর্তে প্রবেশ করেছে প্রতিপক্ষের বিপদ সীমায়। ২০ মিনিটে বল নিয়ে সাজ্জাদ বক্সে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত তুর্কমেনিস্তানের ডিফেন্ডারের সঙ্গ শক্তির লড়াইয়ে পেরে ওঠেনি। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় সাজ্জাদ। ২৩ মিনিটে দলীয় আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু বক্সের মধ্যে নিজেদের মধ্যেই এলোমেলো করে ফেলে ইব্রাহিমরা। ৩৬ মিনিটে আবারো তুর্কমেনিস্তানের রক্ষণের ভিত নড়বড়ে করে দেয় বাংলাদেশ। বিশ্বনাথের লম্বা করে নেয়া থ্রো ইন সাজ্জাদের ব্যাক হেড প্রায় গোলপোস্টে চলে যায়। পেছন থেকে ইয়াসিন আরাফাত দৌড় দিয়ে যেই মাথা লাগাতে যাবে তার মাইক্রোসেকেন্ড আগে তুর্কমেনিস্তানের ডিফেন্ডার বলকে বাইরে পাঠিয়ে দেন। ৪৩ মিনিটে আনাগুলিয়েভের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে গোল পাওয়া হয়নি বাংলাদেশের। গোছানো আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে রাকিব বল পাঠান অপর প্রান্তে সাজ্জাদের দিকে কিন্তু তার আগেই দারুণ স্লাইডিংয়ে ক্লিয়ার করে আনাগুলিয়েভে। শুধু বাংলাদেশই যে আক্রমণে উঠেছে তা নয়। বেশ কয়েকবার সুযোগ পেয়েছে তুর্কমেনিস্তান। তবে গোলপোস্টের নিচে দেয়াল দাঁড়িয়ে থাকা আনিসুর রহমান জিকোকে পরাস্ত করতে পারেনি। ৪০ মিনিটে খালমামমেদোভের কোনাকুনি শর্ট পোস্ট ছেড়ে এসে আটকে দেন জিকো। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। তবে কোনো দলই পারেনি ব্যবধান বাড়াতে। বিরতির পর প্রথমেই আক্রমণে উঠে বাংলাদেশ। কিন্তু ডি বক্সের সামনে গিয়ে আর জালে জড়াতে পারেনি বলকে। এরপর বেশ কয়েক মিনিট বাংলাদেশের অর্ধেই বল রেখেছে তুর্কমেনিস্তান।
রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষক আনিসুর রহমান জিকোর আত্মবিশ্বাসে গোল ব্যবধান বাড়াতে পারেনি তুর্কমেনিস্তান। এরপর বাংলাদেশও চমৎকার সুযোগ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সতীর্থের ক্রসকে নিয়ন্ত্রণে নিতে নিতে গোলরক্ষককে একা পেয়েও ছন্দ হারিয়ে ফেলে। এরপর ৭৭ মিনিটে প্রতি আক্রমণে উঠে দ্বিতীয় গোল তুলে নেয় তুর্কমেনিস্তান। ডান প্রান্ত সতীর্থের বাড়িয়ে দেয়া ক্রসকে পা লাগিয়ে দিক পরিবর্তন করে দেন প্রতিপক্ষের অধিনায়ক আমানভ আরসালান। গোল হজমের পর জামাল ভূঁইয়ার দুর্দান্ত ফ্রি কিক থেকে সহজ গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পায়ের আলতো ছোঁয়াতে যেখানে বল চলে যাবে প্রতিপক্ষের জালে, সেই সুযোগকে শটের মাধ্যমে পাঠিয়েছে গোলপোস্টের ওপর দিয়ে পাঠিয়েছে বাদশা। এরপর নির্ধারিত সময়ের মধ্যে আর সমতায় ফিরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের আশা জাগিয়েও ২-১ গোলে হেরে বাছাইপর্ব উত্তীর্ণ হওয়ার স্বপ্ন ভেঙে গেছে জামাল ভূঁইয়াদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়