মামলায় জিতে টাকা ‘ইনকাম’

আগের সংবাদ

ভোক্তার সুফল কোন পথে : বাজেটে কর বাড়লে দাম বাড়ে, কর কমলে দাম কমে না, সরকারি সিদ্ধান্তের সুফল পান না ভোক্তারা

পরের সংবাদ

ছাতার দাম দেড় লাখ, তবে

প্রকাশিত: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

স¤প্রতি ফ্যাশন লেবেল গুচি এবং স্পোর্টসওয়্যার সংস্থা অ্যাডিডাস মিলে বানালেন দেড় লাখ টাকা দামের ছাতা। যা কেবল ফ্যাশন ও রোদে ব্যবহারের জন্যই! বৃষ্টির দিনে এ ছাতা ব্যবহারে কোনো লাভ না থাকায় অনেকেই চটেছেন এ দামি ছাতার ওপর। বেশি টাকা খরচ করেও রোদ ও বৃষ্টি উভয় সময় ছাতা ব্যবহার করার সুবিধা না থাকায় তোপের মুখে পড়েছে ফ্যাশন সংস্থা। আকাশছোঁয়া দামের এ ছাতাটি এনেছে বিখ্যাত ফ্যাশন সংস্থা গুচ্চি ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারি সংস্থা অ্যাডিডাস। যৌথভাবে ছাতাটি প্রস্তুত করে এ দামি ছাতা চীনের বাজারে ছাড়া হলে ফ্যাশনপ্রিয় মানুষের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে প্রায় দেড় লাখ টাকা। অথচ এ দামি ছাতা প্রয়োজনে কোনো কাজে আসবে না। চীনের নিজস্ব নেটমাধ্যম উইবোতে এ ছাতার ছবি ভাইরাল হলে ছাতাটি ভিউ হয় প্রায় ১৪ কোটি। ছাতাটি দেখে অনেকেই নেতিবাচক কমেন্টস করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়