মামলায় জিতে টাকা ‘ইনকাম’

আগের সংবাদ

ভোক্তার সুফল কোন পথে : বাজেটে কর বাড়লে দাম বাড়ে, কর কমলে দাম কমে না, সরকারি সিদ্ধান্তের সুফল পান না ভোক্তারা

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : সংক্রমণ ঊর্ধ্বমুখী শনাক্ত ৭১

প্রকাশিত: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দৈনিক শনাক্ত ও সংক্রমণের হার বলছে- দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। ধারাবাহিক ঊর্ধ্বগতিতে দৈনিক শনাক্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে এখন তা ৭০-এর ঘরও ছাড়িয়েছে। দীর্ঘদিন ১ শতাংশের নিচে থাকা শনাক্তের হার ছাড়িয়েছে ১ শতাংশের ঘরও। তবে দৈনিক মৃতের সংখ্যাটি শূন্যের কোটায়ই রয়েছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মৃত্যুশূন্য গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৭১ জন। ৮৭৯টি পরীক্ষাগারে ৬ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। মোট শনাক্ত ৭১ জনের মধ্যে ৬৮ জনই ঢাকা জেলার।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ৬৪ জন রোগী শনাক্ত হয়। পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ছিল ৪ হাজার ৭৫৫টি।
মৃত্যুশূন্য শুক্রবারে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। গত বৃহস্পতিবার ৫ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় ৫৯ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। ওই দিন করোনায় আক্রান্ত হয়ে কেউ কারোর মৃত্যু হয়নি।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪৯৪টি। এর মধ্যে রোগী শনাক্ত হয় ১৯ লাখ ৫৪ হাজার ৬ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন। আর মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়