ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

সোনালী ব্যাংক : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেবা চুক্তি

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন সেবাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গত ৯ জুন বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষর করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আবুল কাসেম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস ও মো. আব্দুল কুদ্দুস, গভর্মেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মজিবর রহমান, প্রিন্সিপাল অফিস ঢাকা সেন্ট্রালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফজলুল হকসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ চুক্তির ফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনালী ই-সেবার মাধ্যমে ঘরে বসে যাবতীয় ফি প্রদান করতে পারবেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়