ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

সাক্ষাৎকার : ‘বর্তমান সময়কে অনেক উপভোগ করছি’

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১:৪০ পূর্বাহ্ণ

শিশুশিল্পী হিসেবে
বড় পর্দায় পা রেখে বেশকিছু চলচ্চিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে প্রথম চলচ্চিত্রে সমালোচিত হওয়ার পর বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেন। এবার ওটিটি মাধ্যম চরকিতে সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। সে অভিজ্ঞতার বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন
আহমেদ মেসবাহ

প্রথম ওয়েব ফিল্মে কাজ, মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?
অনেক ভালো সাড়া পাচ্ছি। এতটা পাব আশাই করিনি।

স্বভাবসুলভ দীঘি থেকে একটু অন্য রকম চরিত্রে অভিনয়, কতটা সহজ ছিল?
অবশ্যই কঠিন ছিল বিষয়টা। কারণ এ ধরনের চরিত্র আগে করার অভিজ্ঞতা ছিল না। তাও আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি।

নায়িকা হিসেবে প্রথম চলচ্চিত্রে সমালোচিত হওয়ার পর এ কাজে কেমন চ্যালেঞ্জ ছিল?
চ্যালেঞ্জ অনেক ছিল। আর ভয়েও ছিলাম যে মানুষ কীভাবে গ্রহণ করবে।

এখন থেকে কি আপনাকে নিয়মিত ওটিটিতে পাওয়া যাবে?
ভালো গল্প, ভালো কাজ হলেই পাওয়া যাবে।

শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠা, নিজেকে কোথায় দেখতে বেশি ভালো লেগেছে? শিশুশিল্পী না নায়িকা?
শিশুশিল্পী পর্বটা আমার জীবনের সোনালি সময় ছিল। কিন্তু বর্তমান সময়কেও অনেক উপভোগ করছি।

বঙ্গবন্ধু বায়োপিকে বঙ্গমাতার মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের অনুভূতি কেমন ছিল?
এটা আসলে ভাষায় প্রকাশের মতো না। এত বড় চরিত্রে এখনো নিজেকে ভাবতে পারি না।

সামনে কী কাজ আসছে?
‘মুজিব’ সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি পাবে। আপাতত এটির অপেক্ষাতেই আছি।

পড়াশোনা-অভিনয় দুটো সমন্বয় করছেন কীভাবে?
ছোটবেলা থেকে যেভাবে করে এসেছি, এখনো সেভাবেই করে যাচ্ছি।

অভিনেত্রী হয়ে ওঠার পেছনে বাবা-মায়ের ভূমিকা কেমন ছিল?
অভিনয়টা তাদের সিদ্ধান্তেই শুরু করা। ছোট থেকে আজ আমি যা, পুরোটাই আমার পরিবারের অবদান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়