ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র : রূপগঞ্জে যুব মহিলা লীগের মানববন্ধন

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রূপসী বাস স্টেশন এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষোভ মিছিলটি রূপসী বাস স্টেশন থেকে রূপসী কাঞ্চন সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তারাব পৌরসভার মেয়র ও উপজেলা মহিলী লীগের সভাপতি মিসেস হাসিনা গাজী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌরসভা পৌর যুব মহিলা লীগের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, ভোলাব ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক সুলতানা, রূপগঞ্জ ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি জিন্নাত জাহান জিসান, সাধারণ সম্পাদক আন্নি আক্তার, মুড়াপাড়া ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রাশিদা আক্তার, কায়েতপাড়া ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি শারমিন রিমা, সাধারণ সম্পাদক মরিয়ম মলি, কাঞ্চন পৌরসভার যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে তখন একটি কুচক্রী মহল বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়