ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেয়ার অভিযোগ

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে হুমকিসহ কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট আদায়ের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার সময় উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ দৌলতী নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে প্রার্থী মামুনুর রশিদ রাসেলের বিরুদ্ধে এমন অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় কাজী আবু তাহের, আবদুল গফুর সওদাগর, শফিউল আলম দৌলতী, সেকান্দর তালুকদার, আবদুল কাদের দৌলতী, মো. ছৈয়দ সিকদার, মোস্তাক সওদাগর, জাফর দৌলতী, নুরুল আবছার, ওয়াসিম, জসিম উদ্দিন, আবু বক্কর খান, মো. সোলেমান সওদাগর। লিখিত বক্তব্যে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ দৌলতী ১৫ জুন ছনহরা ইউনিয়নের উপনির্বাচনে জনগণ যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। ৯টি ভোটকেন্দ্রের মধ্যে উত্তর চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াতলী স্বল্পব্যয়ী কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেখানে অতিরিক্ত বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার মোতায়েন করার দাবি জানান তিনি। গত ১৯ মে যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে আ.লীগের প্রার্থী মামুনুর রশিদ রাসেলের মনোনয়ন বাতিল হয়। এ নিয়ে হাইকোর্টে রাসেল একটি রিট পিটিশন করেন। এর পরিেেপ্রক্ষিতে রাসেল মনোনয়ন ফিরে পেলেও সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত পুনরায় আদেশ স্থগিত রাখেন এবং ১৩ জুন শুনানির দিন ধার্র্য করেন। এর মধ্যেই রাসেল বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন দৌলতী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়