ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১:৪০ পূর্বাহ্ণ

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিলডাকিনী’ সিনেমা। চলতি বছরের নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, ‘বিলডাকিনী সিনেমার শুটিং অনেক আগে শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশন কাজ চলছে। আশা করছি এই বছরে নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে আমাদের পরিকল্পনা এগুচ্ছে।’ ‘বিলডাকিনী’ সিনেমায় মূল পুরুষ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়