ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

নাটোর : থ্যালাসেমিয়া আক্রান্ত ২ শিশুকে রক্ত দেবে সেভ দ্য ফিউচার

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : গুরুদাসপুরে হতদরিদ্র পরিবারের থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুকে আজীবন রক্ত প্রদানের দায়িত্ব নিয়েছে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন গুরুদাসপুর উপজেলা শাখা। এছাড়াও ওই দুই শিশুকে আর্থিক সহযোগিতা ও শুকনো খাবার দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে ওই অনুদান দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, থানার ওসি মো. আব্দুল মতিন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সোহানুর রহমান সজিব, সহ-সভাপতি ছাবলুর রহমানসহ সংগঠনের ৩২ জন সদস্য।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি ও সম্পাদক বলেন, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই সেøাগানে আমাদের সংগঠন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সংগঠনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি, নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, গুরুদাসপুর উপজেলা শাখার উপদেষ্টা মো. তমাল হোসেন, শাহরিয়ার রাকিব ও নাটোর জেলার সভাপতি রোকনের নির্দেশনায় আমরা মানবিক কার্যক্রম শুরু করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়