ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বংশাই নদীর ত্রিমোহন ফিরিঙ্গিপাড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ত্রিমোহন ফিরিঙ্গিপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির দক্ষিণ দিকে বংশাই নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মির্জাপুর থানার এসআই তারিকুল ইসলাম জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার নাম-ঠিকানাও উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান ।

নির্যাতনের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রামে শত্রæতার জের ধরে প্রতিবন্ধী এক শিক্ষককে নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ, শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দুপুরে সাইতাড়া স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা একজন শিক্ষককে দিন-দুপুরে টেনেহিঁচড়ে তুলে জনসম্মুখে পেটানো হয়েছে, যা অমানবিক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর বিচারের দাবি জানান বক্তারা। গত ৫ জুন কোচিং ক্লাস চলাকালে ৪-৫ জন লোক শয়ন কুমার দাস নামের ওই প্রতিবন্ধী শিক্ষককে বের করে জনসম্মুখে লাঠিসোটা, রড, ইট দিয়ে মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্বুদ্ধকরণ সভা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চায়তা’ এই সেøøাগান নিয়ে বালিয়াডাঙ্গীতে আইনগত সহায়তা বিস্তারে উদ্বুদ্ধকরণবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। উপজেলা চেয়ারম্যান মো. আলী আসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুগ্ম দায়রা জজ কৃষ্ণ কান্ত রায়, সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন, জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমেশ কুমার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান মো. আবি শাহানুর খান ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ, কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ এবং সহকারী মো.আল আমিন। কর্মশালায় উপজেলার লতাচাপলী এবং ধুলাসার ইউনিয়নের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মসজিদ উদ্বোধন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনার খোদেদাউদপুর গ্রামে পুনর্নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ পড়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ডিআইজি মো. মাহবুব আলম। গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলামের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- হোমনা পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি মো. তাজুল ইসলাম, ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা প্রমুখ। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়