ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যশুরু

আগের সংবাদ

অর্থ পাচার উৎসাহিত হবে! পাচার হওয়া টাকা অর্থনীতির মূল¯্রােতে আনতে চান অর্থমন্ত্রী > বৈষম্যের শিকার হবেন সৎ করদাতারা : বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

চট্টগ্রাম : পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি চট্টগ্রামের আয়োজনে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স গত ৪ জুন সিজেএম কোর্টের সম্মেলন কক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আশফাকুর রহমান। অনুষ্ঠানে পিবিআই, চটগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মান্নান, র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও কোর্ট) মোহাম্মদ আজিজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে মো. আবদুল গফুর পিপিএম সেবা, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুস ছালাম মিয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, অতিরিক্ত পিপি, এপিপি, সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

সভার শুরুতে বিচার কাজে অবদান এবং বিচারকাজে সার্বিক সহযোগিতা করায় বিভিন্ন পর্যায়ে মনোনীত ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পিপি, সহকারী পিপি এবং আদালতের সহায়ক কর্মচারীদের সম্মাননা স্মারক দেয়া হয়। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়