প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

সভ্যতার কাঁচা পথ ধরে

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গ্রীষ্মের নগ্ন দুপুরে অনবরত পুড়ে যাচ্ছে চারিদিক,
ওদিকে জ্বলন্ত আগুনে পুড়ছে-
কাঁচা মাংস,
সহস্র রঙ্গিন স্বপ্ন,
পুড়ছে মাটির বুক;
তবু উত্তপ্ত বালিতে মুখ লুকায় উটপাখি।
এদিকে পুড়ে যাচ্ছে আমার ভাবনার আকাশ।
নিশিপোকা হয়ে হেঁটে যাচ্ছি সভ্যতার কাঁচা পথ ধরে।
ফেরারী মেঘের প্রত্যাবর্তনে মিছিল করে নীল তিমি।
মাটির বুকে স্বপ্ন লুকায় পিপীলিকা।
তবু আমি অহেতুক মানব শিখতে জানিনা।
কত কিছুই তো ভুলে যাই। ভুল করে হলেও-
সময়ের বেড়াজাল ছিঁড়ে অনেক কিছুই ভুলে যাই।
চাইলে কি সবকিছু ভুলে থাকা যায়?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়