প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মতবিনিময় সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঐতিহ্যবাহী নান্দাইল প্রেস ক্লাবে স্থাপিত বাউল মেলা গ্রন্থাগারের মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা গতকাল বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাউল মেলা গ্রন্থাগারের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বাউল মেলা সাহিত্য গ্রুপের ফাউন্ডার ও চিফ এডমিন প্যারিস প্রবাসী রিয়াজ আহমেদ জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলার শাখার সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম ও শরিফুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি ও বাউল মেলা গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু প্রমুখ।

বালু ব্যবসায়ীর জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : মনোহরদীতে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগে আব্দুর সালাম খোকন নামে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খোকন উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর এলাকার আব্দুল হাই পাঠানের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে টাকা জরিমানা করা হয়।

প্রশিক্ষণের সমাপনী

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সমবায় দপ্তরের উদ্যোগে ৫ দিনব্যাপী আইজিএ (গরু মোটাতাজাকরণ) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সমবায় কর্মকর্তা বি এম নজরুল হুদা, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এস এম কামরুন্নাহার, রাজবাড়ী জেলা সমবায় দপ্তরের পরিদর্শক ও কোর্স পরিচালক ফুয়ারা পারভীন, পাংশার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ দাস, পাংশা উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক ও সহকারী কোর্স পরিচালক সুকান্ত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়