প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

শূন্যতায় শোকগাথা

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আজ জ্বলছে সীতাকুণ্ড
কাল জ্বলবে মাধবকুণ্ড
এইভাবে জ্বলে জ্বলে ছারখার করবে এক একটি অগ্নিকুণ্ড।

আমরা যারা বেঁচে আছি
তারা উৎকণ্ঠায় থাকব
টিভি নিউজে চোখ রাখব
৭১-এ শুনব বিতর্কের ঝড়
এভাবেই কাটবে অনিশ্চিত প্রহর!

এত গুলি প্রাণ ঝড়ে গেল অসাবধনতায়
এখন নিয়তি বলে চালিয়ে দিব অবুঝ সান্ত¡নায়।
আর কতকাল কাটবে এভাবে
ওর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপিয়ে
সন্তর্পণে নিজের দায় এড়িয়ে।

মানুষ তোমরা মানুষ হও সচেতনতায়
মানুষ কে মানুষ ভাবো পূর্ণাঙ্গ মর্যাদায়,
মানুষকে বাঁচতে দাও তার পূর্ণ সময়টুকু
অসময়ে কেড়ে নিওনা তার প্রিয় প্রাণটুকু।
প্রতিটি পরিবার কতটা দুঃসহ সময় কাটাবে স্বজন হারানোর বেদনায়,
সারাটা জীবন কাটাতে হবে অসীম শূন্যতায়।

প্রতিদিন সূর্য উঠবে অস্ত যাবে
সাধারণ মানুষ ও একদিন ভুলে যাবে,
শুধু যার যাবে সেই শুধু আমৃত্যু ক্ষত বয়ে বেড়াবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়