প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আবারো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। এক মাসের ব্যবধানে প্রতি লিটার সয়াবিনের দাম বাড়ানো হয়েছে ৭ টাকা। ফলে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকার পরিবর্তে বিক্রি হবে ২০৫ টাকায়, যা পরিবেশক পর্যায়ে ১৯৫ টাকা এবং মিলগেটে বিক্রি হবে ১৯৯ টাকা দরে। একইভাবে এক লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে বিক্রি হবে ১৮০ টাকা। পরিবেশক পর্যায়ে বিক্রি হবে ১৮২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৮৫ টাকা দরে বিক্রি করতে হবে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল মিলগেটে ৯৫২ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৭২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৯৯৭ টাকা দরে বিক্রি হবে।
এছাড়া খোলা প্রতি লিটার পামতেল সুপার মিলগেটে ১৫৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৫৮ টাকা দরে বিক্রি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়