প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

রূপালী ব্যাংক সিকিউরিটিজের নবম এজিএম

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপালী ব্যাংক লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জুন মতিঝিলের রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।
এতে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, খান ইকবাল হোসেন ও ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম মো. হারুনুর রশীদ, পরিচালক মো. জাহিদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়