প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৬৮ কোটি টাকা

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৯৭ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বাংলাদেশ সাবমেরিন কেবল ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা লিমিটেড ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বেক্সিমকো গ্রিন সুকুক, বিজিআইসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সি এন্ড এ টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিএসপি ফিন্যান্স, এইচ আর টেক্সটাইল, ইমাম বাটন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়