প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

বিটিআরসি চেয়ারম্যান : শরীয়তপুরে মোবাইল টাওয়ার নির্মাণকাজ পরিদর্শন

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টেলিযোগাযোগ খাতের অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মধ্য লোনসিং গ্রামে মোবাইল টাওয়ার নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। গত বুধবার বিটিআরসির লাইসেন্সভুক্ত মোবাইল টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ লিমিটেড নির্মাণাধীন গ্রাউন্ড বেজড টাওয়ারের সার্বিক কার্যক্রম সর্ম্পকে খোঁজখবর নেন বিটিআরসি চেয়ারম্যান। তিনি স্বল্প সময়ে টাওয়ার নির্মাণ কার্যক্রম শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সব মোবাইল অপারেটর যাতে টাওয়ারে যুক্ত হয়ে গ্রাহকসেবা দেয়, সে বিষয়ে উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। ইডটকো কর্মকর্তারা জানান, টাওয়ারের নির্মাণকাজ শেষ গ্রাহকরা নিরবচ্ছিন্ন ফোরজি নেটওয়ার্কসহ মানসম্পন্ন টেলিযোগাযোগ সেবা নিতে পারবেন। প্রাথমিকভাবে টাওয়ারে মোবাইল অপারেটর রবির সেবা পাওয়া যাবে। পরে বাকি মোবাইল অপারেটরগুলো এ টাওয়ারে যুক্ত হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বিটিআরসির চেয়ারম্যান মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, সুধীজন, স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা যোগদান করেন। বিজ্ঞপ্তি
এ সময় তিনি মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির কার্যক্রম তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়