প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

বাতাসে পোড়ার গন্ধ

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মানুষের অস্তি সহজে পচে না
কিন্তু পুড়ে এবং পোড়ায়।
যেমন পুড়ে এবং পোড়ায়-
মানুষের নাক, কান, ঠোঁট
মানুষের চোখ, চুল, দাঁত
মানুষের জিব, মাথা, গাল
মানুষের গলা, লোম, দাড়ি
মানুষের পিঠ, পেট, নাভি
মানুষের হাত, পা, নিতম্ব
মানুষের স্তন, নখ, আঙুল।
সুতরাং পুড়ে এবং পোড়ায়-
মানুষকেই।
এ এক আহাজারি-
দগ্ধ মানুষের ছোটাছুটি!

বিস্ফোরণের পর বিস্ফোরণ
কেঁপে ওঠে দরজা, জানালা,
জানালার শার্সি।
শার্সির ঝনঝনানিতে—
ঘুম ভেঙে যায় লাখ লাখ মানুষের।
বিকট শব্দে কম্পিত হয়
গা শিউরে ওঠে
পুকুরে ঝাঁপ দেয়-
বেঁচে থাকার জন্যে।
ভয়ংকর সে রাত-
চট্টগ্রামের সীতাকুণ্ডে
যেমন ছিলো ঢাকার নিমতলী, চুড়িহাট্টায়।

সে রাত ফিরে না আসে কেয়ামতের মতো,
সে রাত ফিরে না আসে বাতাসে পোড়ার গন্ধ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়