প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

পৃথিবীর মগজে এক ভাস্কর্য

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইসরাফিলের শিঙা বেজে যাচ্ছে অ্যাম্বুলেন্সের ডাকে। সাহারার বুক থেকে তৃষ্ণার ধ্বনি আসছে- ও নেগেটিভ, ও নেগেটিভ। জমিনের গর্ভ থেকে ফুলেফেঁপে উঠবে না রক্তের নহর। মানুষের একমাত্র শব্দ- বাঁচাও বাঁচাও।

পৃথিবীর অন্তিম দিনে বজ্রপাতের ধ্বনি বাঁচাও বাঁচাও। সমস্ত কান্নার সুরে বাঁচাও বাঁচাও। মাতৃজঠর থেকে উৎসারিত বিলাপের কথা- বাঁচাও বাঁচাও। বিচ্ছিন্ন হাতের মতো উড়ে যেতে যেতে মৌনতার চন্দ্রনাথ পাহাড় ভাষা পেয়ে যায়- বাঁচাও বাঁচাও।

আর্তনাদের ঢেউয়ে উথাল-পাথাল সন্ত্রস্ত হাসপাতাল। এ সময় স্তব্ধ কক্ষে একজন মানুষ নির্বাক শুয়ে আছে। শরীর কাফনে ঢাকা। অন্তিম গোসল তার শেষ হয় আগুনের শিখার ভেতর। কাফনের ফাঁক দিয়ে বের হয়ে আসা অঙ্গার ঊর্ধ্বমুখী একটি হাত বলে- বিদায় বিদায়।

পৃথিবীর মগজে এই স্মৃতি ভাস্কর্য হয়ে স্থির থেকে যাবে চিরকাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়