প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

ক্ষেতলাল : প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ নিয়ে কর্মশালা

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীতকরণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।
উপজেলা প্রশাসনের আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় অংশগ্রহণকারীরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সাবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধিসহ প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগবিষয়ক অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।
উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কর্মশালার র‌্যাপোটেয়ার সরকারি এসএ কলেজের প্রভাষক আমিনুর ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়