প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

কর্মশালায় বক্তারা : ডিজিটাল হেলথকেয়ার অ্যাপস নিরাপদ হতে হবে

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নুর হাছান নাঈম, জাবি প্রতিনিধি : নিরাপদ স্বাস্থ্যসেবায় মোবাইল অ্যাপসের গুরুত্ব বিষয়ে ‘ডিজিটাল হেলথকেয়ার অ্যাপস ও সুরক্ষিত সমাজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এআইআই ল্যাবের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে ডিজিটাল মোবাইল অ্যাপসের ব্যবহারে তথ্য সংরক্ষণ ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় বাংলাদেশের মোবাইল সেবা খাতে কোন কোন ধরনের চ্যালেঞ্জ আছে, সেসব বিষয়ে প্রেজেন্টেশন দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার। এ সময় নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও সেমিনার কো-অর্ডিনেটর ড. মুফতি মাহমুদ বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাটা প্রাইভেসি বজায় রেখে একটি সুরক্ষিত স্বাস্থ্যসেবা খাত তৈরিতে কর্মশালায় এ খাতের নানা সুরক্ষার দিকগুলো তুলে ধরতে চাই। কর্মশালায় বক্তারা আরো বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অনুপাত গ্রামীণ ও দূরবর্তী স্থানে বাস করে, যেখানে স্বাস্থ্যসেবা সুবিধাগুলো প্রায়ই দুর্গম। তবে এরই মধ্যে বাংলাদেশে বিনামূল্যে টেলিকনসালটেশন, মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। কিন্তু বাংলাদেশের শিল্প খাতের কর্মীদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় মোবাইলভিত্তিক কোনো উদ্যোগ স্বাস্থ্য খাতে এখনো কাক্সিক্ষত ফল আনতে পারেনি। অনুষ্ঠানে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারোয়ার মোরশেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুনের সঞ্চালনায় ডিজিটাল স্বাস্থ্যগত নানা চ্যালেঞ্জ, সমস্যা বিষয়ক আলোচনা বক্তব্য প্রদান করেন ক্রাউন সিমেন্ট গ্রুপের জিএম এ বি এম আবু ইউসুফ আলি খান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ পিউপিল অফিসার শারমিন সুলতানা, নিউজবাংলা২৪.কমের বার্তা প্রধান সঞ্জয় দে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবুল হাসান মাহমুদ বাসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ম্যানেজার খালেদা পারভিন রুমা, আইসিডিডিআর,বির ইমিরেটাস বিজ্ঞানী মো. সিরাজুল ইসলাম, সাউথ ইস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন এম ফিরোজ কামাল এবং বিজিএমইয়ের প্রোডাক্টিভিটি ও ইনোভেশন সেন্টারের ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার আবু আনসারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়