প্রধানমন্ত্রী : অন্যায়ের কাছে মাথা নত করিনি করব না > শেখ হাসিনাকে ধন্যবাদ জানাল সংসদ

আগের সংবাদ

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী : পাচারের টাকা ফেরত আনব

পরের সংবাদ

আগুন

প্রকাশিত: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগুনের অনেক গুণের কথা জানতাম।
রবীন্দ্রনাথ জানতেন এর নাম পরশমনি
তেজী সাহসী জেদীদের বলি আগুনের গোলা।
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে জীবন খোলা
ও সুন্দর করে আগুন।

কিন্তু মাঝে মাঝে তার লেলিহান শিখা
কী ভয়ংকর তেড়ে আসে। তখন
জীবন হাতের মুঠোয়। যেন তুচ্ছ পিপীলিকা
ছুটতে থাকা আশরাফুল মাখলুকাত
উড়ে গেছে হৃদয় পোড়া শরীর পোড়া হাত।

আগুনের এই রূপ কি তার নিজের?
তার এই দানবীয় চেহারার পেছনে কা’রা?
সারি সারি মূক ও নিথর মানুষের নিশ্চুপতা
তবু তোমার বিবেক কে দেয়নি নাড়া?

তুমি জ্বলে যাবে। তুমি পুড়ে যাবে নিশ্চিত
তবে এমন শিখা ও নেবে না তোমাকে।
যে আগুন তুষের অধিক সেই পোড়াবে
লিখে রাখো, আগুনের দৈব দুর্বিপাকে

সবাই কে পুড়তে হয় এটাই নিয়তি।
এ আগুন কি সে আগুন, সে সামান্য ক্ষতি?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়