সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ-ইয়ার্ডে দুর্ঘটনায় বুলবুল ইসলাম (৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল নওগাঁর মো. মমতাজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই মো. আলাউদ্দিন জানান, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে বিকাল ৪টার দিকে দুর্ঘটনায় নিহত এক শ্রমিককে নিয়ে আসেন ইয়ার্ডের অন্য শ্রমিকরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়।
মেডিকেলে নিয়ে আসা সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি ইয়ার্ডের শ্রমিক এবং নিহতের ফুফাত ভাই শাকিল হোসেন বলেন, দুপুর ১২টার দিকে ভারী অ্যালুমিনিয়ামের বয়লারের ট্যাঙ্কি কাটার সময় সেটি বুলবুলের শরীরের উপরে এসে পড়ে। এ সময় তার মাথা এবং হাত শরীর থেকে বিছিন্ন হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়