সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুটবল টুর্নামেন্ট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে মোস্তাফিজুর রহমান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ৪টায় বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন, উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার আওয়ামী লীগের সর্বস্তরের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজার ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বহরা ইউনিয়ন চেয়ারম্যান মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ব্যবসায়ী নেতা আব্দুল জলিল, এডভোকেট ইয়াকুব খানসহ অনেকেই।

সাংস্কৃতিক প্রতিযোগিতা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত মঙ্গলবার বিকালে শেষ হয়েছে। ৫৬নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার, ফজলুল হক তালুকদার, মো. ইউনুস আলী, হেমায়েত গাজী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, মো. মাইনুল ইসলাম, অঞ্জলী রানী হালদার, মো. সেলিম মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়