সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

ফরিদপুরের মধুখালী : সোনালি আঁশে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুর জেলার ব্র্যান্ডিং সেøাগান ‘সোনালি আঁশে ভরপুর ভালোবাসি ফরিদপুর’খ্যাত ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে পাটের চাষ হয়েছে। উপজেলার সব ইউনিয়ন এলাকার মাঠে পাট দেখলে বোঝা যায় ফলন কেমন হবে। জমিতে যে রকমভাবে পাট গাছ দাঁড়িয়ে আছে তাতে কৃষকের মন জুড়িয়ে যায়। ইতোমধ্যে সব এলাকার জমিতে পাট ৪-৫ ফুট লম্বা হয়েছে। কিছুদিনের মধ্যে পাট পরিপক্ব হলে কৃষকরা বাছপাট কাটতে শুরু করবেন। পাট চাষিরা নিজস্ব উদ্যোগে জমিতে সেচের ব্যবস্থা করে আগাম পাটবীজ বপন করেন। সে কারণেই মন জুড়ানো মাঠের পর মাঠ সোনালি আঁশ পাট সবুজে ভরপুর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৮ হাজার ৬শ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর। পাট বপনের পর অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টি পাওয়ার কারণে পাটের আকার এবং আঁশের পরিপক্বতা ভালো হবে। পাট পচানোর জন্য সময়মতো পানি হলে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।
উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী, ল²ীনায়ারণপুর, রায়পুর, গোপালদি মেগচামী ইউনিয়নের মেগচামী মাঠ, নরকোনা মাঠ, কলাগাছি মাঠ, গাজনা ইউনিয়নের মথুরাপুর মাঠ, কোরকদি মাঠ, আড়পাড়া মাঠ, নওপাড়া মাঠ এলাকায় দেখা যায় প্রচুর পরিমাণে পাটের চাষ হয়েছে। পাট দেখলে মন ভরে যায়। কৃষকরা জানান, সময়মতো পানি হলে পাট পচাতে কৃষকের সমস্যা হবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভী রহমান বলেন, চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৬শ থাকলেও পাটবীজ বপন হয়েছে ৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।
যা গতবারের চেয়ে ২ হেক্টর পরিমাণ বেশি। কৃষকের আগ্রহ আর আমাদের প্রচেষ্টায় আজকের এ অবস্থান। এছাড়া গত বছর পাট চাষিরা পাটের দাম ভালো পাওয়ায় এ বছর চাষিরা পাট চাষে আগ্রহী হয়েছেন। দাম ভালো পেলে কৃষকের উপকার হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়