সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

দর বাড়ার শীর্ষে শাইনপুকুর

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল বুধবার ১৯০টির বা ৫০.১৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস শাইনপুকুর সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.২০ টাকায়। গতকাল বুধবার লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৭০ টাকায়। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৯.৭০ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৯.৫৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৫২ শতাংশ, বিডিকমের ৭.৮৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬.৫৯ শতাংশ, এসএএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৭৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.৭১ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর ৫.৬১ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়