সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

চট্টগ্রামে আগুনে পুড়েছে জুতা কারখানার কয়েকটি দোকান

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : নগরীর মাদারবাড়ী এলাকায় জুতার কারখানার আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। গতকাল বুধবার সকালে ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী কামাল গেট এলাকায় আগুন লাগার এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, মাদারবাড়ীতে জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। জুতার কারখানার চারদিকে দেয়াল দেয়া উপরে টিনশেড ছিল। তাই আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে। পরে টিন খুলে ভেতরে পানি দেয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়