সংসদে আলোচনা : ‘ছয় দফা ছিল স্বাধীনতার সিঁড়ি’

আগের সংবাদ

ছয় লক্ষ্য অর্জনের সক্ষমতা নিয়ে প্রশ্ন : ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা ব্যয়ের বাজেট, সর্বোচ্চ ঘাটতির দিক থেকেও নতুন মাইলফলক > বাজেট ২০২২-২৩

পরের সংবাদ

‘কাজলরেখা’র শুটিং শেষের পথে

প্রকাশিত: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : মৈমনসিংহ গীতিকা থেকে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন নতুন সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটি দর্শক আগামী বছর ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।
তিনি বলেন, ‘কাজলরেখা সিনেমাটির ৭০ শতাংশ শুটিং কাজ শেষ হয়েছে। আশা করছি সামনের মাসে পুরোপুুরি শুটিং শেষ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে আগামী বছর ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেয়ার।’
গিয়াস উদ্দিন সেলিম আরো বলেন, “কাজলরেখা নির্মিত হচ্ছে মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা থেকে। ওই সময়ে ৯ বছর বয়স হলেই সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। গল্পের নায়িকা কাজলরেখার বয়স যখন ৯ তখন এক নতুন গল্প তৈরি হয়। এটিই আমার সিনেমার মূল গল্প।
এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছি আমি নিজেই। সিনেমাটি আমার স্বপ্ন। প্রায় ১১ বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। এখন নির্মাণ করতে যাচ্ছি। ভালো লাগছে।’
কাজলরেখা সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী।
বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেককে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়