রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

আগের সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী : দেড় বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে

পরের সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্স : নগদের সঙ্গে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে লংকাবাংলা করপোরেট হেড অফিস, ঢাকায়, নগদ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং নগদের সিইও রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন- শহর ও গ্রামাঞ্চলে নারী উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি আগামী দিনগুলোতে এটি একটি নতুন দিগন্তের সূচনা করবে।
নগদের সিইও রাহেল আহমেদ বলেন, নগদ দেশের প্রথম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, যা গ্রাম-শহর নির্বিশেষে ব্যবহারকারীদের জীবনকে সহজ করার জন্য তার সমস্ত পরিষেবা সাজিয়ে রেখেছে। আমরা একটি উন্নত দেশ হতে যাচ্ছি। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়