রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

আগের সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী : দেড় বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে

পরের সংবাদ

চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলা

প্রকাশিত: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপো বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। গতকাল মঙ্গলবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, আমরা সকালে সীতাকুণ্ড গিয়েছিলাম। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে যাই। আমরা যখন গাড়িতে উঠি, তখন তারা গাড়িতে হামলা করে। আমি গাড়িতে ছিলাম। ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ২০ জন আহত হয়েছেন। আমাদের সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় হামলার শিকার হয়েছেন। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, তারা (গণসংহতি আন্দোলনের নেতারা) সীতাকুণ্ডের আহতদের দেখে ফিরে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাদের বহনকারী মাইক্রোবাসে হামলা করে। এতে তিনি সামান্য আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেননি।
বাম গণতান্ত্রিক জোটের নিন্দা : জোনায়েদ সাকি আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ ন্যূনতম গণতন্ত্র চর্চার সুযোগ রাখছে না। সীতাকুণ্ডের ভয়াবহ দুর্ঘটনার সঙ্গে যুক্তদের আড়াল করতে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করছে তারা। দুর্বৃত্তদের প্রশ্রয় দেয়া এবং প্রতিবাদের কণ্ঠ রুদ্ধ করার ফ্যাসিবাদী এ দুঃশাসনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়