রাজধানীর বছিলায় জুতার কারখানায় আগুন

আগের সংবাদ

সংসদে প্রধানমন্ত্রী : দেড় বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে

পরের সংবাদ

কেকের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আবেদন

প্রকাশিত: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পী কেকের মৃত্যুর ময়নাতদন্তের ফল প্রকাশ পেলেও বিতর্ক থেমে নেই। এবার শিল্পীর মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আবেদন এসেছে। কলকাতা হাইকোর্টে এ আবেদন জানিয়েছেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিশঙ্কর একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে।
এতে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
ঠিক কী ঘটেছিল নজরুল মঞ্চে? বলা হয়, কেকের কনসার্ট দেখতে নজরুল মঞ্চে নির্ধারিত মানুষের চেয়ে অনেক বেশি দর্শক-শ্রোতা জমায়েত হয়। বেশি ভিড়ের জন্য দমবন্ধ একটা পরিবেশ তৈরি হয় এবং কেকের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কলকাতা পুলিশ বলছে, ‘নজরুল মঞ্চে বেশি মানুষ ছিল- এ কথা ঠিক। তবে দমবন্ধ হয়ে যাওয়ার মতো যে পরিবেশের কথা বলা হচ্ছে, তা সমর্থনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোনো দর্শক-শ্রোতা অস্বস্তির কথা জানাননি।’
৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়