ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

হাতিয়ায় ইভিএমে ভোটগ্রহণের প্রশিক্ষণ

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দুদিনব্যাপী (৫-৬ জুন) ইভিএম পদ্ধিতিতে ভোটগ্রহণের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে এ এম উচ্চ বিদ্যালয় হলরুমে হরনী ও চানন্দী ইউনিয়নের ভোটগ্রহণ কর্মকর্তা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা গেছে আগামী ১৫ জুন হাতিয়া উপজেলার হরনী এবং চানন্দী দুটি ইউনিয়নে ৩০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি ইউনিয়নে নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় ৩৮ প্রিসাইডিং অফিসার, ২০৭ সহকারী প্রিসাইডিং ও ৩৮৫ পোলিং কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। এ সময় প্রশিক্ষণের উদ্বোধন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মেছবাহ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়