ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

বিএফইউজে-ডিইউজের বিবৃতি : প্রেস ক্লাবের ভেতরে সন্ত্রাসী তৎপরতা বন্ধের আহ্বান

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠানের নামে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বারবার অভিযোগ করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় নেতারা বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতিদিন জোরপূর্বক ক্লাব অঙ্গনে সদস্যদের জন্য সংরক্ষিত জায়গায় ঢুকে তাদের নাজেহাল করছেন। তারা বলেন, অতীতে কোনো সময় এমন নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়নি। নেতারা অবিলম্বে সাংবাদিক ও সাংবাদিক নেতাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং ক্লাবের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়