ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

ধর্ষণ মামলা তুলে না নেয়ায় বাদীকে পেটালেন ইউপি সদস্য : পাথরঘাটা

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : পাথরঘাটায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় আসামিদের সঙ্গে সমঝোতা ও ওই মামলা তুলে নিতে স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ পান্না মামলার বাদীকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মহিউদ্দিন আহমেদ পান্না মিয়া বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের মানিকখালি ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বুদ্ধি প্রতিবন্ধী নারীর বড় বোন বলেন, আমার ছোট বোনকে গত ৩১ মার্চ দুপুর দেড়টার দিকে ছোট ভাই মাহবুব জমাদ্দারের খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রাব্বি বাঘা। ঘটনার দুদিন পর গত ৩ এপ্রিল ওই রাব্বি বাঘাকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করা হয়। এরপর থেকেই আসামির যোগসাজশে ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ পান্না আমাকে মামলা তুলে নিতে নির্দেশ দিয়ে যাচ্ছেন। মামলা তুলতে অস্বীকার করি তখন ওই ইউপি সদস্য স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তার বাড়িতে আমাকে ডেকে পাঠান। খবর পেয়ে তার বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই ৫ হাজার টাকা পেয়ে মামলা তুলে না নেয়ায় বা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘটনার ব্যাপারে কিছু না বলায় ইউপি সদস্য আমাদের ওপর প্রচণ্ড রেগে যান। একপর্যায়ে আমাকে জুতা দিয়ে পিটুনিসহ ৪-৫টি চড়-থাপ্পড় দেন। একই সঙ্গে ওই মামলা তুলে নিতে আমাকে ও আমার বুদ্ধি প্রতিবন্ধী বোনকে হুমকি-ধমকি দেন। এ সময় ইউপি সদস্য পান্না মিয়ার গাড়ি চালক জহির উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য পান্না বলেন, আমি কাউকে হুমকি-ধমকি দেইনি। এসব ব্যাপারে আমি কোনো কথা বলব না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়