ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

দুর্গাপুর : মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি চালু রাখার দাবি

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:৫৮ পূর্বাহ্ণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক দুর্গাপুর উপজেলা শাখা। মানববন্ধনের সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক সাইদুর রহমান। উপজেলা শাখার অর্থ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, আবদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা আক্তার, সদস্য নুর উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর চালু থাকার পর ২০২২ সালে বন্ধ হয়ে যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি। এতে করে হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুরা মাদ্রাসা বিমুখ হচ্ছে, বঞ্চিত থাকছে প্রাথমিক শিক্ষা থেকে। এসব শিক্ষার্থীর ঝরেপড়া রোধে ফের উপবৃত্তি চালুসহ আগামী বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জন্য আলাদা বাজেট রাখার দাবি জানান বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়