ডিএমপি কমিশনার : জীবনে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই

আগের সংবাদ

বিপজ্জনক জেনেও সংরক্ষণে ত্রæটি

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান ৫৪ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশিত: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুন বিসিজি স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলা বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় দুটি ট্রলার তল্লাশি করে আনুমানিক ১ কোটি ২০ হাজার মিটার সিনথেটিক মশারি জাল ও ১০০ পিস চায়না চাঁই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ কোটি ৫ লাখ টাকা। বিজ্ঞপ্তি।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সদর নুশরাত আরা খানম এবং নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আয়নাল হক। জব্দ করা জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়