পদ্মা সেতুর উদ্বোধন : সারাদেশে উৎসব হাতিরঝিলে হবে লেজার শো

আগের সংবাদ

সর্বনাশা ধ্বংসযজ্ঞের দায়ভার কার : নিহত অর্ধশত, দগ্ধ-আহত আড়াইশর বেশি, হাইড্রোজেন পারঅক্সাইড মজুতের অনুমতি ছিল না, ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পরের সংবাদ

মাভাবিপ্রবি : পরিসংখ্যান বিভাগের উদ্যোগে সেমিনার

প্রকাশিত: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাভাবিপ্রবি প্রতিনিধি : মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে গতকাল বিভাগের সেমিনার কক্ষে ‘সেমিপ্যারামেট্রিক কুয়্যানটাইল রিগ্রেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সেমিনারের প্রধান অতিথি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের জায়গা। এখানে গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হয় এবং সেমিনারের মাধ্যমে সেই জ্ঞান বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধনেশ্বর চন্দ্র সরকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়