পদ্মা সেতুর উদ্বোধন : সারাদেশে উৎসব হাতিরঝিলে হবে লেজার শো

আগের সংবাদ

সর্বনাশা ধ্বংসযজ্ঞের দায়ভার কার : নিহত অর্ধশত, দগ্ধ-আহত আড়াইশর বেশি, হাইড্রোজেন পারঅক্সাইড মজুতের অনুমতি ছিল না, ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পরের সংবাদ

মানা হচ্ছে না পরিবেশ আইন : কুলাউড়ার মেরিনা চা বাগানে টিলা কেটে রাস্তা তৈরি

প্রকাশিত: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে অবস্থিত মেরিনা চা বাগানে বেশ কয়েকটি টিলা কেটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। পরিবেশ আইনের কোনো তোয়াক্কা না করেই খননযন্ত্র (ভেকু) দিয়ে বাগান কর্তৃপক্ষ এমন কাজটি করেছেন। আরো কয়েকটি টিলা কেটে নতুন রাস্তা তৈরির প্রস্তুতিও নিচ্ছে বাগান কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি শেষ হলেই নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে বলেও খবর পাওয়া গেছে। আর এজন্য ভাড়া করা খননযন্ত্রটি এখনো বাগান এলাকায় রাখা হয়েছে।
জানা গেছে, মেরিনা বাগানের ৮ ও ৯নং সেকশন এলাকায় ১০-১২টি উঁচু-নিচু টিলা কেটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। উত্তর কুলাউড়ার এক ব্যবসায়ীর খননযন্ত্র (ভেকু) দিয়ে ১৫-২০ দিন আগে থেকে টিলা কেটে রাস্তা তৈরির কাজ চলে। এছাড়া বাগানের ৯নং সেকশন এলাকার একটি টিলার একেবারে স্তর পরিবর্তন করে তৈরি করা রাস্তাটি রিজার্ভ ফরেস্ট এলাকায় নিয়ে সংযোগ করা হয়েছে। তবে বাগানের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রশ্ন, কোনো স্বার্থে বাগান কর্তৃপক্ষ টিলা কেটে রাস্তা তৈরি করে রিজার্ভ ফরেস্ট এলাকায় সংযোগ করছেন?
নাম প্রকাশে অনিচ্ছুক বাগানের পার্শ্ববর্তী পাঁচপীর জ¦ালাই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, উচুঁ উচুঁ টিলা কাটার ফলে নিচের অনেক টিলা ধসে গেছে।
তাছাড়া কাটা মাটিগুলো প্রবাহমান খাল-ছড়ায় পড়ে স্বাভাবিক পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে ছড়ার উপরিভাগের জমিগুলোতে পানি জমাট হয়ে অনেকের ক্ষতি হচ্ছে।
মেরিনা চা বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান বলেন, বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধনের শর্ত মোতাবেক বাগানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন করে এলাকা বৃদ্ধির উদ্দেশ্যে চা রোপণ করা হচ্ছে। আর এসব টিলায় মালিদের চলাচল ও উত্তোলিত চা পাতা পরিবহনের জন্য রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। রাস্তা নির্মাণের ক্ষেত্রে সরকারি কোনো দপ্তরের অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চা বাগান এলাকায় টিলা কেটে রাস্তা নির্মাণে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। বাগান এলাকায় রাস্তা নির্মাণের বিষয়টি চা বোর্ডের অধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়