পদ্মা সেতুর উদ্বোধন : সারাদেশে উৎসব হাতিরঝিলে হবে লেজার শো

আগের সংবাদ

সর্বনাশা ধ্বংসযজ্ঞের দায়ভার কার : নিহত অর্ধশত, দগ্ধ-আহত আড়াইশর বেশি, হাইড্রোজেন পারঅক্সাইড মজুতের অনুমতি ছিল না, ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পরের সংবাদ

বার্গার কানের দুল

প্রকাশিত: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ইদানিং পায়ের জুতা থেকে শুরু করে কানের দুল অনেক কিছুই এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবারের আদলে। চেন্নাইয়ের এক শিল্পী বানান এমন সব গয়না। যেগুলো কখনও বার্গার, কখনও বা অন্য কোনো খাবারের আকারে বানিয়ে থাকেন তিনি। চেন্নাইয়ের ওই শিল্পীর নাম শিল্পা মিঠা। গত এগারো বছর ধরে কানে বার্গার, পিৎজা ঝোলানোর কাজ করছেন তিনি। মাটি দিয়ে এসব গয়না বানান শিল্পা। তারপর তিনি কখনও পিৎজা বানিয়েছেন কানের দুলের জন্য। কখনও বা আবার বিরিয়ানির প্লেটের আকারে গলার লকেট বানিয়েছেন। শিল্পার বানানো এসব দুল-লকেট বেশ ছোট ছোট। এক-একটি গয়না ১০ গ্রামের চেয়ে বেশি ভারি হয় না। আকারে ১.৭৫ ইঞ্চি থেকে ২.৫ ইঞ্চির মধ্যে হয়। সব ক’টিতেই থাকে নিপুণ হাতের ছোঁয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়