পদ্মা সেতুর উদ্বোধন : সারাদেশে উৎসব হাতিরঝিলে হবে লেজার শো

আগের সংবাদ

সর্বনাশা ধ্বংসযজ্ঞের দায়ভার কার : নিহত অর্ধশত, দগ্ধ-আহত আড়াইশর বেশি, হাইড্রোজেন পারঅক্সাইড মজুতের অনুমতি ছিল না, ২৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পরের সংবাদ

দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ : শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ

প্রকাশিত: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানান।
রংপুর : বিকালে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, সহসভাপতি ইলিয়াস আহমেদ, রোজী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, মাজেদ আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, আবু তালহা বিপ্লব, জাসেম বিন জুম্মন প্রমুখ। এর আগে দুপুরের দিকে নগরীর বেতপট্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বরিশাল : নগরীর শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এড. তালুকদার মো. ইউনুস। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, জেলা আ.লীগ সহসভাপতি সৈয়দ আনিসুর রহমান, আনোয়ার হোসাইন, মহানগর আ.লীগ সহসভাপতি এড. আফজাল হোসেন, এড. গোলাম সরোয়ার রাজিব প্রমুখ।
নাটোর : শহরের কান্দিভিটাস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ ও দলের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিকুল ইসলাম রমজানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলুসহ নেতারা। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ : সকাল সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। শহরের মুজিব সড়কের জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এস এস রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিমল কুমার দাস প্রমুখ। একই সময়ে জেলার অন্যান্য উপজেলায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মাদারীপুর : বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদুর রহমান মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদারসহ অন্যরা।
ঠাকুরগাঁও : আ’লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, এড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকার প্রমুখ।
পাবনা : দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বিজয় ভূষণ রায়, কামিল হোসেন, লিয়াকত তালুকদার, এড. আব্দুল আহাদ বাবু, সোহেল হাসান শাহীন, শাজাহান মামুন প্রমুখ।
ভোলা : জেলা আ.লীগের কার্যালয় থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ মিছিল ও সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সহসভাপতি দোস্ত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ।
দিনাজপুর : সকালে বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।
গাইবান্ধা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার নিয়ে অংশ নেন। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি এড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা প্রমুখ।
মেহেরপুর : জেলা আওয়ামী লীগ ও গাংনী উপজেলা আওয়ামী লীগ বিকালে পৃথকভাবে কর্মসূচি পালন করে। মিছিলটি নগর উদ্যান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. মিয়াজান আলী, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। এদিকে গাংনী বাজারে শহীদ রেজাউল চত্বর থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।
সাভার (ঢাকা) : দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর সাভার বাজার বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এর আগে নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা স্ট্যান্ড ও থানা স্ট্যান্ড অতিক্রম করে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, তেতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর প্রমুখ।
ছাতক (সুনামগঞ্জ) : উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে ও দোয়ারা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এছাড়া সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম আহ্বায়ক এড. আশিক আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
ঝিকরগাছা (যশোর) : বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল যশোর-বেনাপোল সড়ক দিয়ে পারবাজার থানার মোড় হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মু?ক্তি?যোদ্ধা মেজর জেনা?রেল (অব.) ডা. মো. না?সির উ?দ্দিন। আরো বক্তব্য রাখেন- উপ?জেলা আওয়ামী লী?গের সহসভাপ?তি ও পৌর মেয়র মোস্তফা আ?নোয়ার পাশা জামাল, সহসভাপ?তি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ?জেলা চেয়ারম্যান ম?নিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিস ইসলাম প্রমুখ।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর ঈদগাহ সুপার মার্কেটে সমাবেশ করে। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, সদস্য মো. হুজ্জাত হোসেন লিটু, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মারজান হোসেন প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর) : দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান রুকু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল প্রমুখ। এদিকে বিকালে উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু ও যুগ্ম আহ্বায়ক মো. দাউদুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে ডাক বাংলো মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা (কুষ্টিয়া) : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে ভেড়ামারা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সহসভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
বাকেরগঞ্জ (বরিশাল) : বিকাল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয় শেষে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া মিছিলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ডাকুয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়