ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

সাতক্ষীরা : ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ইসলামকাটি ইউনিয়নের চল্লিশা বিলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামকাটি ইউনিয়নের ডেমসাখোলা গ্রামের যুবকরা মিলে এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।
ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হন চল্লিশা বিলে। দৌড় দেখতে আগত জাহিদ হোসেন জানান, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। এছাড়া করোনার কারণে দুই বছর মানুষ ছিলেন গৃহবন্দি। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা পার্শ্ববর্তী মাঝিয়াড়া গ্রামের মনিরুল ইসলাম জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি। ইসলামকাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলামিন হোসেন ও যুবদল নেতা ফারুক হোসেনের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, তালা প্রেস ক্লাব সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, আমিনুর রহমান, রাকিব, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, ফারুক হোসেনসহ আরো অনেকে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৮টি ঘোড়া অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়