ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

লর্ডসে দাপট পেসারদের

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কিছুটা স্বস্তিতে ফিরেছে নিউজিল্যান্ড। ৫৬ রানে চার উইকেট হারানো দলকে পঞ্চম উইকেটে পথ দেখাচ্ছেন ড্যারেল মিচেল ও উইকেটরক্ষক টম ব্ল্যান্ডেলের জুটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০.২ ওভারে ৪ উইকেটে ১১৬ রান। মিচেল ৪৩ ও ব্ল্যান্ডেল ২৭ রান করে অপরাজিত রয়েছেন।
স্বাগতিক ইংল্যান্ড দ্বিতীয় দিন শুরু করে ৭ উইকেটে ১১৬ রান দিয়ে। কিন্তু হাতে থাকা তিনটি উইকেট পড়েছে ২৫ রানের মধ্যেই। ইংল্যান্ডের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটেছে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই। প্রথম ইনিংসে ১৪১ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল। মাত্র ৯ রানের লিড নিতে পারে ইংলিশরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট পেয়েছেন পেসার টিম সাউদি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো শুরুতেই ধাক্কা খায় কিউইরা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে আবারো বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ নিউজিল্যান্ডের টপ-অর্ডার। আগের দিন ১২ রানে ৪ উইকেট হারালেও গতকাল চতুর্থ উইকেট পড়েছে দলীয় ৫৬ রানে। দ্বিতীয় ইনিংসে এসেও অভিষিক্ত বোলার ম্যাথিউ পটসের স্বীকার হয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১৫)। দ্বিতীয় দিনে ওপেনার উইল ইয়ং (১) ফিরেছেন অ্যান্ডারসনের বলে। এরপর আরেক ওপেনার ওপেনার টম লাথাম (১৪) পটসের বলে উইকেটরক্ষক ফোকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর ডেভন কনওয়ে ১৩ রান করে ব্রডের বলে ফোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ৫৬ রানেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে প্রথম দিনে মাত্র ৭৬ ওভারেই ১৭ জন ব্যাটার সাজঘরে ফিরেছেন। নিউজিল্যান্ডকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দেয়ার পর প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১১৬ রান।
ইংলিশরা মাত্র ৮ রানের ব্যবধানে হারিয়ে ৫টি উইকেট। দলীয় ৯২ থেকে ১০০ পর্যন্ত যেতেই পাঁচটি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। অথচ ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরু করেছিল। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও অ্যালেক্স লিস। ক্রলি আউট হন ৪৩ রান করে। লিস করেন ২৫ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়