ভারতের গমে রুবেলা ভাইরাস : অর্ধলাখ টন ফেরত দিল তুরস্ক

আগের সংবাদ

কিশোরগঞ্জে মানববন্ধন : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

পরের সংবাদ

জনতা ব্যাংকের নতুন সিএফও নুরুল আলম

প্রকাশিত: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জনতা ব্যাংক লিমিটেডে চিফ ফিন্যান্সিয়াল অফিসার-সিএফও (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ। সর্বশেষ তিনি বাংলাদেশ ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জনতা ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি বিভিন্ন সংস্থায় কাজ করেছেন।
তিনি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ (বিআরপিডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। কোভিডকালীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন নীতিমালা প্রণয়ন কাজে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের বেস্ট এমপ্লয়ি হিসেবে স্বর্ণপদক লাভ করেন।
তিনি আইসিএবি ও আইসিএমএবিএ-এর ফেলো মেম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস এন্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট হতে তিনি ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়