ঢাকায় সিপিবির সমাবেশ কাল

আগের সংবাদ

টার্গেট এবার রাজপথ দখল : পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রধান প্রতিপক্ষ বিএনপি

পরের সংবাদ

বাকেরগঞ্জে অবৈধভাবে বালু তোলায় দুজনকে কারাদণ্ড

প্রকাশিত: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাকেরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার নলুয়া ইউনিয়নের পাণ্ডব নদীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।
এ সময় অভিযুক্ত নাসির উদ্দীন ও মো. শরীফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার এসআই আজমসহ পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, আগামীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আরো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়