ঢাকায় সিপিবির সমাবেশ কাল

আগের সংবাদ

টার্গেট এবার রাজপথ দখল : পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রধান প্রতিপক্ষ বিএনপি

পরের সংবাদ

তমিজউদ্দিন দর হারানোর শীর্ষে

প্রকাশিত: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৬টির বা ৩৮.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৫.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২০.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ১.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শমরিতা হসপিটালের ১.৯১ শতাংশ, ফার্মা এইডসের ১.৮৮ শতাংশ, এবি ব্যাংকের ১.৮৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১.৮১ শতাংশ কমেছে।
, সিভিও পেট্রোকেমিক্যালের ১.৭৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১.৭৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১.৭৫ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭৫ শতাংশ এবং এটলাস বাংলাদেশের শেয়ার দর ১.৭৪ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়