ঢাকায় সিপিবির সমাবেশ কাল

আগের সংবাদ

টার্গেট এবার রাজপথ দখল : পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রধান প্রতিপক্ষ বিএনপি

পরের সংবাদ

চার জেলার সড়কে প্রাণ গেল ৮ জনের

প্রকাশিত: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় চার জেলায় প্রাণ গেল ৮ জনের। এর মধ্যে লক্ষীপুরে ৩, পাবনায় ২, দিনাজপুরে ২ ও জয়পুরহাটে একজন মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২১ জন। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
ল²ীপুর : ল²ীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। রামগতি উপজেলার আজাদনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছের পিকআপ রাস্তার পাশের গর্তে পড়ে দুই জেলে নিহত হন। এ সময় আরো ৭ জন আহত হন। এর আগে রাতে সদরের মজুচৌধুরীহাট সড়কে ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হন।
পাবনা : পাবনা সদর উপজেলার আতাইকুলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারী নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার মধুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের উর্বশী সিনেমা হলের সামনে চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ আপন খালাতো ভাই নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৯) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে প্রকৌশলী নাহিদ হাসান সবুজ (২৪)। গুরুতর আহত মো. খলিদ হোসেন পলাশ (২০) উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।
ক্ষেতলাল (জয়পুরহাট) : জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী সেতু সাহা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালকসহ হেলপারকে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়