ঢাকায় সিপিবির সমাবেশ কাল

আগের সংবাদ

টার্গেট এবার রাজপথ দখল : পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রধান প্রতিপক্ষ বিএনপি

পরের সংবাদ

আঁধারে ছায়া

প্রকাশিত: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এই যে পৃথিবীটা দেখছো
মনে হয়
অন্ধকারের ছায়ায় হারিয়ে ফেলেছে নিজেকে।
এখানে সৈকত নেই, সমুদ্র নেই।
পথপাড়ে চেয়ে থাকে মৃত শান্ত ঘাস,
বাগানে ফোটে ক্ষত ফুল,
পাতার মর্মরে ভীষণ শব্দদূষণ,
বাতাসে ভাসে বোবা পাখির কলতান।
এসবের ঢের আগে যখন তোমার দেখা পেলাম
তখন পৃথিবীতে মানুষ ছিল।
স্নিগ্ধ মাধবী সৌরভ তাদের গায়।
অন্ধকারেই ছিল জোনাকির নিরাপদ আশ্রয়।
নক্ষত্রের আলোড়নে পৃথিবী ছিল সুখেই।
আজ তুমি কোথায়?
কোন আঁধারে?
নাকি তুমি পাখি?
তাই কি গেছো উড়ে?
আমার হৃদয় তো আকাশ! মহাকাশ!
মৃদু মেঘ, ফাগুনের জ্যোৎস্না আর জলকণায় ভরা চারপাশ।
এসো পাখি! ফিরে এসো তুমি!
আমি আছি
এই উৎসবেই আছি।
আর নেই ব্যস্ততা।
আর নেই তুমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়