জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

মির্জা ফখরুল : লুটেরাদের কারসাজিতে চালের দাম বাড়ছে

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আওয়ামী লীগের লোকজনের কারসাজিতে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন ভরা মৌসুমে চালের দাম কমার কথা। অথচ চালের দাম বাড়তি। এখানে লুটেরাদের কারসাজি রয়েছে।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই সেমিনারের আয়োজন করে। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি ও কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, তারা বিএনপির নেতাদের অবজ্ঞা করে কথা বলেন। তাদের এই চর্চার পরিবর্তন হওয়া উচিত। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা গণতন্ত্রের নামে মিথ্যাচার করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়